ময়মনসিংহে স্বামীকে মারধরের অভিযোগে স্ত্রী’র বিরুদ্ধে মামলা

  13-03-2019 09:42PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ আদালতে স্ত্রী’র দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মারধরে শিকার হওয়ার অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী স্বামী মোর্শেদ আলী।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন হতভাগা স্বামী। আর মামলায় স্ত্রী রিপা আক্তার, শ্বশুর জয়নাল আবেদীন ও শাশুড়ি জোসনা বেগকে আসামি করা হয়েছে।

হতভাগা স্বামী মোর্শেদ আলীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান এ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১১ মার্চ স্ত্রী রিপা আক্তারের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রিপার স্বামী মোর্শেদ আলী। ওইদিন দুপুরে মোর্শেদকে আদালত এলাকায় একা পেয়ে মারধর করে আহত করেন স্ত্রী রিপাসহ অন্যরা। এ সময় মোর্শেদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট পরিদর্শককে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন