ট্রেনের টয়লেটে নারীর ভিডিও ধারণ করে যুবকের ছয় মাসের কারাদণ্ড

  16-04-2019 12:11AM

পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের টয়লেটে এক নারীর ভিডিও ধারণ করায় সুজন ঋষি (২৫) নামের এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেসে ট্রেন থেকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার আজমপুর গ্রামের মৃত সনাতন ঋষির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়ার সময় এক নারী যাত্রী টয়লেটে যান। এ সময় সুজন ওই নারীর ভিডিও ধারণ করলে অন্যান্য যাত্রী তাকে মারধর করে পুলিশে সোপর্দ করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, গোপনে নারীর ভিডিও ধারণের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন