আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের যাবজ্জীবন

  17-04-2019 01:59PM


পিএনএস ডেস্ক: ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত করে ফরিদপুরের বিশেষ জজ আদালত আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয়দানকারী দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরো তিন মাস করে বিনাশ্রম কারদণ্ড ভোগ করতে হবে।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় ওই দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাদণ্ডরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গা্রমের নাহিদ মোল্লা (২২) ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩৫)।

ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি বাবু মৃধা জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে নাহিদ মোল্লাকে ভাঙ্গা বাজার এলাকা হতে হাতবোমা ও জিহাদি বইসহ গ্রেপ্তার করে ভাঙ্গা থানার পুলিশ। নাহিদ মোল্লার দেওয়া তথ্যমতে ওই দিন রাত ৯টার দিকে সদরপুরের আলমনগরের নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, চারটি গুলিভর্তি ম্যাগজিন, ১২টি হাতবোমা ও বোমা তৈরির সরমঞ্জামসহ ফরিদ মৃধাকে গ্রেপ্তার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন