জাপার সাংসদকে দুদকে তলব

  17-04-2019 03:43PM


পিএনএস ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম তাঁকে চিঠি দিয়েছেন।

দুদক সূত্র জানায়, শরিফুল ইসলাম জিন্নাহকে ২৪ এপ্রিল সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি মহাজোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।

চিঠিতে বলা হয়, এই সাংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এই বিষয়ে বক্তব্য দিতে তাঁকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন