রূপপুরে বালিশ ওঠানোর খরচ শুনে বিচারপতিরা হাসলেন!

  20-05-2019 03:42PM

পিএনএস ডেস্ক : পাবনার রূপপুরে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনা ও ফ্লাটে ওঠানোয় অনিয়মের বিষয়ে হাইকোর্টে শুনানি হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর দেড়টার শুনানিতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বালিশ ও কেটলি ওঠানোর খরচের বিষয়টি আদালতে তুলে ধরার সময় বিচারপতিরা হাসছিলেন।

রিটকারী আইনজীবী জানান, ১২৫টি ফ্ল্যাটের মালামাল কিনতে ও ওঠাতে ২৫ কোটি টাকা খরচ করা হয়েছে, যা প্রত্যেক ফ্ল্যাটের জন্য খরচ পড়ে ২২ লাখ ৭০ হাজার টাকার মতো।

এর আগে রোববার রূপপুরের এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার সুমন। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সচিব,পাবনার গণপূর্ত অফিসারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রূপপুরের দুর্নীতির ওই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর অভিযোগ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের পাওনা বন্ধ রাখার জন্য নির্দেশ দেয় মন্ত্রণালয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন