কারাগারে সাবেক কাউন্সিলর সাবের আহমেদ

  28-05-2019 06:41PM

পিএনএস ডেস্ক : ‘গণপিটুনিতে’ নিহত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি স্থানীয় সাবেক কাউন্সিলর সাবের আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ আসামী হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এতোদিন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। তার পক্ষে ফের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। পরে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী।

তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন সোহেল হত্যা মামলার আসামি সাবের আহমদ। আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে ‘গণপিটুনির ঘটনায় নিহত হন তুরন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন সোহেল’। তখন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিন সোহেলকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ হিসেবে দাবি করা হয়। কিন্তু ৮ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন সোহেলের পরিবারের দাবি মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন