সুপ্রিম কোর্টের ক্যান্টিনে ক্ষুব্ধ আইনজীবীদের তালা

  18-06-2019 07:15AM

পিএনএস ডেস্ক: পেঁয়াজুর ভেতর আলপিন পাওয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি ক্যান্টিনে তালা লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা। সোমবার বিকেলে অ্যানেক্স ভবনে এ ঘটনা ঘটে। ক্যান্টিনে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক আইনজীবী।

আইনজীবীদের ক্যান্টিনে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করে সমিতির কর্মচারী নিমেষ চন্দ্র রায় বলেন, পেঁয়াজুর ভেতর সামান্য পিন পেয়ে ক্ষুব্ধ আইনজীবীরা তালা লাগিয়ে দিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক দেশের বাইরে রয়েছেন, আমি বাংলাদেশের খেলা দেখার জন্য বিকেলে বাসায় চলে আসলাম। এরই মধ্যে এ ঘটনাটি ঘটলো।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন বলেন, আমি আগেই কোর্ট থেকে চলে এসেছিলাম, ক্যান্টিনে বিকেলে কী ঘটেছে তা তো জানি না। তবে আগামীকাল (মঙ্গলবার) কোর্টে যাওয়ার পর বিষয়টি জেনে ঘটনা কী ঘটেছিল বলতে পারব। না জেনে এখন এ বিষয়ে কী বলব?

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক শরীফ ইউ আহমেদ বলেন, ক্যান্টিনে তালা লাগানোর যে ঘটনা ঘটেছে তা আগামীকাল (মঙ্গলবার) সমিতির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাধান করা হবে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন