মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায় বহাল

  23-06-2019 11:25AM

পিএনএস ডেস্ক :মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ছয় মাস নির্ধারণ করে সরকারের জারি করা তিনটি গেজেট ও সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২৩ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন প্রাক্তন বিচারপতি এ বিএম আলতাফ হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান গত ১৯ জুন হাইকোর্টের রায়ের ওপর কোন স্থগিতাদেশ না দিয়ে আগামী ২৩ জুন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন