রিফাত হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আরিয়ানের জামিন নামঞ্জুর

  24-07-2019 01:32PM


পিএনএস ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি আরিয়ান শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আগেই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরিয়ান শ্রাবণ।

আজ বুধবার সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত আরিয়ান শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আরিয়ান শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানি শেষে আদালতের বিচারক ইয়াসিন আরাফাত শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ৮ জুলাই আরিয়ান শ্রাবণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফার রিমান্ডে নেওয়া হয় তাকে। গত গত ১৮ জুলাই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরিয়ান শ্রাবণ। এরপর থেকে বরগুনা জেলা কারাগারে রাখা হয়েছে তাকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন