তানোরে নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদণ্ড

  04-09-2019 09:00PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী তানোরে নারী মাদক ব্যবসায়ীসহ ৩জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার গাংহাটি গ্রামের সন্তোষের স্ত্রী ও ১মাস কারাদণ্ড প্রাপ্ত আসামী ছবি রাণী, কামারগাঁ গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী ও ১ মাসের কারাদ- প্রাপ্ত আসামী গুলেরা বেগম, একই গ্রামের মৃত আতাব সর্দারের পুত্র ও ৩ মাসের কারাদ- প্রাপ্ত আসামী আক্কাস সর্দার।

আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু এ দণ্ডাদেশ দেন।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আমিনুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁ ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ১০০গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এই কারাদ- দেন। সন্ধ্যায় তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন