স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যায় ৪ যুবকের মৃত্যুদণ্ড

  24-09-2019 06:50PM

পিএনএস ডেস্ক : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় রোমানা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যার দায়ে চার যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আলী হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন আবদুল হাকিম, রমজান আলী, এনামুল হক ও সাইদুল ইসলাম। তাঁদের সবার বাড়ি উপজেলার ওয়াইজনগর গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ জুলাই বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী রোমানাকে ওই চার যুবক অপহরণ করেন। গণধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। এ ঘটনায় রোমানার চাচা কদম আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশের তদন্তে বাকি দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে, চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলার বিচারকার্য চলাকালে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) এ কে এম নূরুল হুদা এবং আসামিপক্ষে আইনজীবী নুরুজ্জামান হোসেন মামলাটি পরিচালনা করেন।

পিপি নূরুল হুদা বলেন, সব সাক্ষ্য ও আলামতের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক ওই চার আসামিকে মৃত্যুদণ্ড দেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন