ফরিদপুরে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

  29-09-2019 06:01PM

পিএনএস ডেস্ক : ফরিদপুরে একটি হত্যা মামলার রায়ে পাঁচ আসামির ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষনা করেন। জুয়ার আসরে বিরোধ নিয়ে ২০১৪ সালে গঙ্গাবর্দী গ্রামে খুনের শিকার হন জাহিদুল খাঁ নামের ব্যক্তি। এ সংক্রান্ত মামলার বিচারশেষে রায় ঘোষনা করা হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইফুল শেখ (২৭), হাশেম শেখ (৩৫), জাহিদ খান (২৮), আকাশ শেখ (২০) ও জুয়েল বেপারী (২০)। আসামিদের মধ্যে আকাশ পলাতক।

আদালতের পেশকার আওলাদ হোসেন জানান, রবিবার বেলা পৌণে তিনটায় আদালত জাহিদুল হত্যার রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই পুলিশ তাদের কড়া নিরাপত্তায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যায়। ফাঁসির আদেশপ্রাপ্ত আকাশ শেখ ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। সাইফুল একই গ্রামের কামাল শেখের ছেলে। হাশেমের বাবার নাম কিতাব আলী। আসামি জাহিদ একই এলাকার শোভা খানের ছেলে। জুয়েলের পিতা মৃত আলী বেপারী।

মামলা সূত্রে জানা যায়, হত্যার শিকার জাহিদুল খাঁ ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা। ২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে জাহিদুল জুয়া খেলার জন্য যান সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রাজাপুর গ্রামে। সেখানে ইসমাইল শেখের বাড়িতে জুয়ার আসর বসানো হয়। জুয়া খেলায় জয়-পরাজয় নিয়ে তর্ক ও বিরোধে অন্যরা জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে যান। পরদিন স্বজনরা জাহিদুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুল মারা যান। জাহিদুলের স্ত্রী জিয়াসমিন বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। সে মামলায় সাক্ষ্য প্রমাণ বিবেচনায় আদালত বিচার কাজ শেষে রায় ঘোষনা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন