পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

  26-11-2019 03:18PM

পিএনএস ডেস্ক : লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক জামাল হোসেন, নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন। আসামিরা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকীয়ায় বাধা দেওয়ায় তার শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরদিন শারমিন ও তার প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মৃত জাকেরা বেগমের দেবর মো. খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন।

৫ মাস পর তদন্ত শেষ করে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

মামলায় পুলিশের অভিযোগপত্র দাখিল ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের ফাঁসির রায় দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন