কসবায় ১৩ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  24-01-2020 08:06AM

পিএনএস ডেস্ক: মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কোটি পাঁচ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৬৫ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে মিনা ও জসিম উদ্দিন নামে দুজনকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল সন্ধ্যায় ধলেশ্বরী নদীপাড়ে মুক্তারপুর এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে বিশেষ ‘কম্বিং অপারেশন-২০২০’। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি অভিযান পরিচালিত হচ্ছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন