৮ দিনে ভার্চ্যুয়াল কোর্টে ১৮৫৮৫ আসামির জামিন

  20-05-2020 08:54PM

পিএনএস ডেস্ক : সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে বুধবার (২০ মে) চার হাজার ৪৮৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সারাদেশের অধস্তন আদালতে কার্যরত ভার্চ্যুয়াল আদালত গত আট কার্যদিবসে ২৮ হাজার ৩৪৯টি জামিন আবেদন নিষ্পত্তি করেন। এরমধ্যে ১৮ হাজর ৫৮৫ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করা হয়।

এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। পরদিন ১১ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এক আসামির জামিনের খবর আসে।

১২ মে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১ জন এবং ১৭ মে তিন হাজার ৪৪৭ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, ১৯ মে চার হাজার ৬৩ জন এবং ২০ মে চার হাজার ৪৮৪ জন আসামিকে জামিন দেওয়া হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন