আইনজীবী আব্দুর রেজাক খান সস্ত্রীক করোনায় আক্রান্ত

  27-05-2020 04:43PM

পিএনএস ডেস্ক : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজাক খান ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬মে) করোনা শনাক্তের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মঙ্গলবার করোনা শনাক্তের পর অ্যাডভোকেট আব্দুর রেজাক খান ও তার স্ত্রী দুজনই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন।’

আব্দুর রেজাক খানের বয়স ৮০ বছরের বেশি। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সাল থেকে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

বঙ্গবন্ধু হত্যা মামলাসহ দেশের গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার আইনজীবী ছিলেন আব্দুর রেজাক খান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী। আবার সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রেজাক খান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন