ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন মঞ্জুর

  29-07-2020 04:26PM



পিএনএস ডেস্ক: বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈকত হোসেন চৌধুরীর ভার্চ্যুয়াল আদালত এই জামিনের আদেশ দেন।

এর আগে শুনানির সময় সোয়াদের আইনজীবী বলেন, দুর্ঘটনাটি যখন ঘটেছিল তখন সোয়াদ লঞ্চে ছিলেন না। তবুও গত ৯ জুলাই থেকে সোয়াদ কারাগারে আছেন। সুতরাং তাকে এই মামলাই জামিন দেওয়া উচিত।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধীতা করে বলেন, লঞ্চের মালিক হিসাবে এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না। সুতরাং তার জামিন নামঞ্জুর করা উচিত।

পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকার মুচলেকায় সোয়াদের জামিন মঞ্জুর করেন।

এদিকে, রিমান্ড শেষে গত ১২ জুলাই আদালত তার জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠান।

এর আগে ৯ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ৮ জুলাই রাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে সদরঘাট নৌ-পুলিশ গ্রেফতার করে।

গত ২৯ জুন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন