শারীরিক উপস্থিতিতে আজ থেকে বসছে হাইকোর্ট বেঞ্চ

  12-08-2020 11:02AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ সাড়ে চার মাস পর আজ বুধবার (১২ আগস্ট) থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে নিয়মিত হাইকোর্ট বেঞ্চ বসছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেছেন। তবে ভার্চুয়ালিও চলবে হাইকোর্টের বিচার কার্যক্রম। শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি বেঞ্চ বসার বিষয়ে গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আকতারুজ্জামানের স্বাক্ষরে মোট ৫৩টি বেঞ্চ গঠন করে পৃথক দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চ বসবেন। এর মধ্যে পাঁচটি একক এবং ১৩টি দ্বৈত বেঞ্চ। আর ভার্চুয়ালি বসবেন ৩৫টি বেঞ্চ, যার মধ্যে ১১টি একক ও ২৪টি দ্বৈত।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় জরুরি মামলার বিচারকাজ পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দিতে আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এই দাবিতে আইনজীবীরা আন্দোলনে নামেন।

এমন পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে সারা দেশে অধস্তন আদালত খুলে দেওয়া হয়। এরপর ৬ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভায় শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি হাইকোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে প্রধান বিচারপতি হাইকোর্টে ৫৩টি বেঞ্চ গঠন করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন