সাবরিনা-আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর

  13-08-2020 07:33PM

পিএনএস ডেস্ক: ভুয়া করোনা সার্টিফিকেট নামে জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ ৮ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে সব আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ আরও কয়েকজন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, সকাল ১১টার দিকে আট আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শুরু হয় ১১টা ৫ মিনিটে, শেষ হয় ১১ টা ৫০ মিনিটে। পরে আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অপর আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, বিপুল, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দিন ধার্য করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন