সিনহা হত্যায় কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার

  14-09-2020 02:50PM

পিএনএস ডেস্ক:আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল রুবেল শর্মা নামে আরও এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতার রুবেল টেকনাফ থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিক তাকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, ‘সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার কনেস্টবল রুবেল শর্মার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেফতার করতে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তভার র‌্যাবকে দেয়া হয়।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে গ্রেফতার করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রুবেল শর্মাসহ এ পর্যন্ত সিনহা হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন