বড়পুকুরিয়া খনি মামলায় ২২ কর্মকর্তা কারাগারে

  13-01-2021 05:49PM

পিএনএস ডেস্ক:কয়লা দুর্নীতির মামলায় দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে মামলার চার্জ গঠনের দিন ওই কর্মকর্তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন দিনাজপুর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম।

এই মামলায় অভিযোগপত্রের আসামি ২৩ জন হলেও এক সাবেক এমডি মাহবুবুর রহমান মারা যাওয়ায় তার নাম বাদ দেওয়া হয়েছে।

দুদকের পিপি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালত আগামী ৭ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেছে।

তিনি জানান, মামলাটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে বিশেষ জজ আদালতে পাঠানো হলে আসামিরা হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে কয়লা খনির সাবেক ছয় এমডিসহ ২২ কর্মকর্তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সাবেক ছয় এমডি হলেন আবদুল আজিজ খান, খুরশীদুল হাসান, কামরুজ্জামান, আমিনুজ্জামান, এসএম নুরুল আওরঙ্গজেব ও হাবিব উদ্দিন আহমেদ।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন