সাংবাদিক হুমায়ুন কবির হত্যায় ৫ জনের যাবজ্জীবন

  18-01-2021 02:47PM

পিএনএস ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু হত্যায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত‌্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আদালত।

১৬ বছর পর সোমবার দুপুরে বিস্ফোরক অংশের রায় ঘোষণা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো।

সাজাপ্রাপ্তরা হলেন- জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীন। মাসুম ওরফে জাহাঙ্গীর নামে অপর এক আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। ২৮ জুন খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করেন। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন