স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই গাড়িচালক কারাগারে

  22-01-2021 07:55PM

পিএনএস ডেস্ক:রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) জিজ্ঞাসাবাদের জন্য তসিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫) নিহত হন।

ঘটনার পর ওদিনই মৃত মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করেন। সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় বেপরোয়া যান চলাচলের মাধ্যমে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়।

ঘটনার দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন