আপন জুয়েলার্সের মালিকের মামলা বিচারের জন্য প্রস্তুত

  07-03-2021 07:46PM

পিএনএস ডেস্ক : শুল্ক ও কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার মজুদের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

রোববার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক মামলাটির চার্জশিট স্বাক্ষর করেন। একই সাথে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা সিএমএম বরাবর প্রেরণের আদেশ দেন।

ৎগত ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার অভিযোগ এনে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন