শাল্লার হামলার ঘটনায় ৫ দিনের রিমান্ডে স্বাধীন

  23-03-2021 02:47PM

পিএনএস ডেস্ক : সুনামগঞ্জের শাল্লার সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য ২৮ আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।

এর আগে শুক্রবার ভোররাতে ইউপি সদস্য যুবলীগ কর্মী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে শনিবার বেলা ১১টায় স্বাধীন মিয়াকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রবিবার বিকেলে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।

এদিকে মঙ্গলবার ভোররাতে এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার প্রধান আসামি স্বাধীন মিয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হলো।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন