জেএমবির ভারপ্রাপ্ত আমির ৭ দিনের রিমান্ডে

  11-04-2021 10:08PM

পিএনএস ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক ওরফে রেজা ওরফে তানভীর মাহমুদ ওরফে শিহাব আহনাফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধ আইনের মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক এসএম রাইসুল ইসলাম রিমান্ডের এ আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম আসামির রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শনিবার বিকালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেফতার করা হয়। ২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলায় রেজাউল হক জড়িত ছিলেন। সিরিজ বোমা হামলার ঘটনায় ওই বছরই গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত হন বলে তদন্ত সূত্রে জানা গেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন