পাসপোর্ট অধিদপ্তরের সাবেক ডিজির বিরুদ্ধে দুদকের মামলা

  24-06-2021 05:57PM

পিএনএস ডেস্ক: পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আব্দুল মাবুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ করায় হয়েছে এই মামলায়।

বৃহস্পতিবার (২৪ জুন) মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিসের প্রথম ব্যাচের কর্মকর্তা মাবুদ অতিরিক্ত আইজিপি ছিলেন। ২০০৯ সালে পাসপোর্টের ডিজির দায়িত্ব নিয়ে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর তিনি অবসরে যান। আব্দুল মাবুদের গ্রামের বাড়ি যশোরের যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে। ২০১৫ সালে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে একটি ব্যাংকের পরিচালক হিসেবে কর্মরত।

আব্দুল মাবুদ পাসপোর্টের ডিজি পদে যোগ দেওয়ার আগে তার এবং তার স্ত্রী নাসিমা খানের নামে ৪টি ব্যাংক হিসাব ছিল। কিন্তু ২০০৯ সালে ডিজি হওয়ার পর থেকেই তাদের নামে একাধিক ব্যাংকে হিসাব খোলা শুরু হয়। এর মধ্যে এবি ব্যাংকের ধানমন্ডি শাখাতেই তাদের ১৬টি এফডিআর বা স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। গুলশানের একটি ব‌্যাংকে তার হিসাবে কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন