খুলনায় খাদ্য কর্মকর্তার সশ্রম কারাদণ্ড

  24-08-2016 08:05PM

পিএনএস ডেস্ক : সরকারি চাল ও গম আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার এক অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার পাঁচ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আত্মসাতের চাল ও গমের মূল্য বাবদ ১২ লাখ ৫৭ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।

বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এই আদেশ দেন।

দন্ড প্রাপ্ত খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদামের পরিদর্শক মো. আব্দুল কাদের মোল্লা নগরীর নিরালা আবাসিক এলাকার ২নং বাগমারা ক্রস রোডের মৃত মনির উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় কাদের মোল্লা আদালতের কাঠগড়ায় ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুল কবীর নওরোজ এজাহারের উদ্ধৃতি দিয়ে বলেন, ২০০০ সালের ২১ মার্চ হতে ২০০২ সালের ১২ এপ্রিল পর্যন্ত খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের ইনচার্জের দায়িত্বে ছিলেন পরিদর্শক আব্দুল কাদের মোল্লা। তার এ দায়িত্বকালে ৭৮ হাজার ১৪৭ মেট্রিক টন চাল ও ১২ হাজার ৪৫৬ মেট্রিক টন গম আত্মাসাত করেন। আত্মসাতকৃত চাল ও গমের আনুমানিক মূল্য ১২ লাখ ৫৭ হাজার ৫৪৮ টাকা। আত্মসাতের এ বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয় অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১০ সালের ১১ নভেম্বর খালিশপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন