কসবায় দুদকের গণশুনানি

  29-09-2016 11:36PM



পিএনএস: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নয়টি সরকারি দপ্তরের সেবা কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিশ্বব্যাংকের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের এই শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার।
গণশুনানিতে উপজেলার ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় অফিস ও সমাজসেবা অফিস অংশগ্রহণ করে। গণশুনানিতে ভুক্তভোগীরা তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার জবাব দেন।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন