বছরে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কাঁদেন

  18-10-2016 11:03AM

পিএনএস ডেস্ক: ছবি বা সিরিয়ালে হরহামেশাই মেয়েদেরকে কাঁদতে দেখা যায়। মেয়েরা খালি কথায় কথায় কাঁদে- এমন একটি কথা সমাজেও প্রচলিত আছে।

তবে এবার নেদারল্যান্ডস-এর টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাড ভিঙ্গারহোয়েটস রীতিমতো গবেষণা করেই বের করে ফেলেছেন মেয়েরা ছেলেদের তুলনায় বেশি কাঁদে।

গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার কাঁদেন। সেই তুলনায় পুরুষেরা বছরে ৬ থেকে ১৭ বার চোখের পানি ফেলেন। শুধু তাই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে দীর্ঘ সময় ধরে কাঁদেন। মেয়েদের কান্না গড়ে ছয় মিনিট ধরে স্থায়ী হয়। অপর দিকে পুরুষের কান্নার আয়ু গড়ে দুই থেকে তিন মিনিট। সূত্র এবেলা।

কান্নাকাটি করার এই তারতম্য নিয়ে অধ্যাপক অ্যাড ভিঙ্গারহোয়েটস ‘হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর‍্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস’ নামের একটি বইও লিখেছেন।

উল্লেখ্য, গবেষণার তথ্য সংগ্রহের জন্য তিনি ৩৭টি দেশের পাঁচ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন