এবার স্পেনে ৬২ তে মা হলেন এক নারী

  19-10-2016 08:06PM


পিএনএস,ডেস্ক : ৬২ বছর বয়সে মা হয়েছেন স্প্যানিশ নারী লিনা আলভারেজ। তিনি বলেছেন, এর মাধ্যমে তিনি সবাইকে 'আশার বার্তা' দিতে চান।

স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছেন তিনি এবং গর্ভে তার সন্তানও স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছে।

সিজারিয়ানের মাধ্যমে লিনা আলভারেজের কন্যা সন্তানের জন্ম হয়।

খবর বিবিসি।

এর আগে চীনের পুর্বাঞ্চলীয় প্রদেশ শ্যাংডংয়ে ৬২ বছর বয়সী এক মা একটি ছেলে সন্তানের জন্ম দেন। শ্যাংডংয়ের ওই মা-ই চীনের বেশি বয়সে সন্তান জন্মদানকারী নারীদের মধ্যে শীর্ষতম বৃদ্ধা।

এ ছাড়া গত জুলাই মাসে চীনে ৬১ বছর বয়সে সন্তান জন্মদান করেছেন এক বৃদ্ধা মা। সবচেয়ে বেশি বয়সে সন্তান জন্মদানকারী চীনা মায়েদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

চীনের পুর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের বাসিন্দা ওই মা একটি ছেলে সন্তানের জন্ম দেন। বেশি বয়সে সন্তান জন্মদানের জনপ্রিয় পদ্ধতি ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার করে ওই সন্তান জন্মদান করেছেন ঝ্যাং নামের ওই নারী।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন