অনুষ্ঠানেই রেডিও জকির মৃত্যু

  23-10-2016 01:24PM

পিএনএস ডেস্ক: ভারতের নাগপুরে অনুষ্ঠান চলাকালেই মৃত্যু হলো এক রেডিও জকির। ২৪ বছরের শুভম কেচে নামের সেই রেডিও জকি রেডিও মির্চিতে 'হাই নাগপুর' নামে অনুষ্ঠানটির উপস্থাপনা করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা করছে অনুষ্ঠানের বিরতির মধ্যে রেকর্ডিং রুম ছাড়েন তিনি।

রেকর্ডিং রুম ছেড়ে বাথরুমে যান শুভম। সেখানেই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। অফিসের পিওন তাকে হাইটেক নামক একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকৎসক শুভমকে মৃত ঘোষণা করেন।

শুভমের এক সহকর্মী জানান, সকাল বেলা খুব বেশি লোক অফিসে ছিল না। পিওনই তাকে হাসপাতালে নিয়ে যায়। নাগপুরের পুলিশ জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টগুলোর মাধ্যমে জানা গেছে কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে শুভমের।

তিন বছর আগে শুভমের বাবা মারা যান। এরপর ২৪ বছরের শুভম নিজেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন