ভুতুড়ে কাণ্ড : হঠাৎ পানি উড়ল আকাশে

  29-11-2016 02:44PM

পিএনএস ডেস্ক: লেকের পানি হঠাৎই আকাশের দিকে উঠে যাচ্ছে। কিন্তু কেন? আর কীভাবে তা সম্ভব হচ্ছে? আশ্চর্য ওই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

নিউজিল্যান্ডের অহিনেমুটু গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে লেক রটোরুয়ার পানি আকাশের দিকে ছিটকে উঠে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার ভোরে ওই ঘটনা ঘটে।

পরে অবশ্য নর্থ আইল্যান্ডের লেক রটোরুয়ার কী হলো তা জানা গেলেও বিস্ময় কাটেনি মানুষের। লেকের পানি আকাশের দিকে ২৩ থেকে ৯৩ ফুট উচ্চতায় ছিটকে যাচ্ছিল।

ওই এলাকায় ভূতাপীয় অর্থাৎ তাপমাত্রার হেরফেরে পানির অস্বভাবিক ঘটনা দেখা যায়। কিন্তু একটি নির্দিষ্ট স্থানে পানির এ ধরনের ক্রিয়া প্রায় অসম্ভব।

স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড গুমগুম শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। সেই সঙ্গে ভেসে আসে প্রবল বেগে পানি ছিটানোর শব্দ। দৃশ্য দেখে মনে হচ্ছে, বিশাল কড়াইয়ে পানি ফুটানো হচ্ছে, আর গরম পানি ছিটকে যাচ্ছে উপরের দিকে।

অহিনেমুতুর বাসিন্দা লানি কেরিওপা একটি ফেসবুক ভিডিওতে জানিয়েছেন, প্রথমে জানালা দিয়ে তিনি কিছুই দেখতে পারছিলেন না। পর মুহূর্তে তিনি দেখেন পানির উদগিরণ। ওই দৃশ্য ধারণ করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

কেরিওপা বলেন, আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমি সিঁড়ি বেয়ে নেমে আসি, সবাইকে ঘুম থেকে ডেকে তুলি। আমি তাদের বলি, ঘর থেকে বেরিয়ে যাও, আমাদের গ্রাম উদগিরিত হচ্ছে।

মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক একটি সংগঠন জিএনএস সায়েন্সের আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ব্রাড স্কট বলেছেন, ভূতাপীয় কারণে লেকের অগভীর পানির গরম বাষ্প উঠে আসায় এ ঘটনা ঘটেছে। যখন বিপুল পরিমাণ গরম বাষ্প অগভীর পানিতে জমা হয়, তখন এ ধনের ঘটনা ঘটে থাকে। বিবিসি


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন