অস্ট্রেলিয়ায় স্কার্ভির ফিরে আসা

  30-11-2016 02:18PM

পিএনএস: অস্ট্রেলিয়ার চিকিৎসকরা দেশটিতে স্কার্ভিতে আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছেন। অতীতে নাবিকদের মধ্যে ব্যাপকভাবে সংক্রমিত এই রোগটি পুনরায় ফিরে আসাতে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পশ্চিম সিডনির ওয়েস্টমিড হাসপাতালে সাতজন ডায়বেটিস রোগীর মধ্যে স্কার্ভির উপস্থিতি নজরে এসেছে।

বর্তমানে বিরল এই রোগটি হয়ে থাকত মূলত খাবারে অপর্যাপ্ত ভিটামিন সি বা এসকর্বিক এসিডের অনুপস্থিতির কারণে।

প্রফেসর জেনি গান্টন নামে একজন ডাক্তার আবিষ্কার করেন যে, চিকিৎসা দেয়ার পরও এক রোগীর পায়ের ঘা আর শুকাচ্ছে না। যেসব রোগী এই ধরণের সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা ডায়াবেটিস প্রতিরোধী পর্যাপ্ত খাবারদাবার নিচ্ছে। কিন্তু রোগীদের বর্তমান সমস্যাগুলো ডায়াবেটিসের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি মনে করেন স্কার্ভি হয়ত বেশ সংক্রমিত হয়েছে যেটা তারা কখনো ভাবেন নাই।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিষয়ক অধিদফতর এতদিন স্কার্ভি পরীক্ষা নিরীক্ষা করত না। কিন্তু একসঙ্গে এতজনের স্কার্ভিতে আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে।

তবে আশার কথা হচ্ছে এ রোগটি সহজেই প্রতিরোধ করা যাবে। প্রফেসর জেনি গান্টন বিবিসিকে বলেন, কিছু ফল খান, কিছু শাক সবজি-এবং কখনও শাকসবজিকে বেশি জাল দিবেন না। আর প্রতিদিন একটি ভিটামিন সি যুক্ত খাবার স্কার্ভি প্রতিরোধের জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন