মঙ্গলে প্রাচীর ঘেরা শহর!

  02-12-2016 05:07PM

পিএনএস ডেস্ক:মঙ্গল গ্রহে প্রাচীর ঘেরা শহর ছিল। সম্প্রতি এমন দাবি উঠেছে। মহাকাশযান মার্স রিকনসায়েন্স অরবিটারের তোলা ছবি দিয়ে বানানো একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, বড় বড় গোলাকৃতি অঞ্চল ঘেরা রয়েছে প্রাচীরের মতো গঠন দিয়ে।

নাসার মার্স রিকনসায়েন্স অরবিটার ২০০৫ সালে মঙ্গল-পৃষ্ঠে জলের অস্তিত্ব খুঁজতে পৃথিবী থেকে যাত্রা শুরু করে। কিন্তু জলের খোঁজের পাশাপাশি এই ধ্বংসাবশেষগুলিরও খোঁজ পাওয়া গেছে। এর সঙ্গে অবশ্য দক্ষিণ আফ্রিকার পুরনো জনপদগুলোর প্রচুর মিল রয়েছে।

কেউ কেউ বলছেন, নব্যপ্রস্তর যুগের সভ্যতার জনপদের সঙ্গে মিল রয়েছে আকৃতিগুলির। উল্কাপাতের ফলে এমন গঠন তৈরি হওয়ার সম্ভানা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এমন নিখুঁত গোল আকৃতি সৃষ্টি হওয়া সম্ভব নয় বলেও মনে করছেন অনেকে। আর এ কারণে অনেকেই বলছেন হয়তো একসময় মঙ্গলে জনবসতি ছিল। এটা তারই প্রমাণ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন