বাবা-মায়ের জন্য বিক্রি করলেন সতীত্ব!

  03-12-2016 02:35PM

পিএনএস ডেস্ক: ১৮ বছরের রোমানিয়ান মেয়ে আলেজান্দ্রা। মাত্র ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করলেন নিজের সতীত্ব। বাবা-মা’কে একটি বাড়ি উপহার দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয় পাশাপাশি অর্থের প্রয়োজন পড়লে অন্য সব মেয়েদেরকেও তিনি এই পথই অবলম্বন করতে উপদেশ দিয়েছেন।

আলেজান্দ্রা জানিয়েছেন, তিন বছর আগে ‘ইনডিসেন্ট প্রপোজাল’ ছবিটি দেখে তার এই বিষয়টি মাথায় আসে। এরপরেই ইন্টারনেটে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। সবটা জানার পর তিনি তার সতীত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেন। একটি নিলামে তার সতীত্বের সর্বাধিক দাম ওঠে ১ মিলিয়ন ইউরো।

আলেজান্দ্রা আরও জানিয়েছেন, সম্পর্কে জড়িয়ে পড়লে অনেক মেয়েই তার সতীত্ব হারিয়ে ফেলে এবং কিছুদিন পরে তাদের ব্রেক আপ হয়ে যায়। ফলে তার কোনও দামই থাকে না।

তিনি জানিয়েছেন যে, তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তার মা-বাবার বাড়ির দরকার ছিল। তাই সে এই পদক্ষেপ করেছে। যদিও আলেজান্দ্রা এই পদক্ষেপের আগে তার পরিবার ও বন্ধুদের এই বিষয়ে কোনও কিছুই জানাননি। আগামী বছরই তাঁদের নতুন বাড়িতে থাকা শুরু করবেন আলেজান্দ্রার পরিবার।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন