গ্রহের ধাক্কায় ধ্বংসের মুখে পৃথিবী

  04-12-2016 03:04PM

পিএনএস ডেস্ক: পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন খবর মাঝে-মধ্যেই প্রকাশ করা হচ্ছে। এবারো ইন্টারনেট ছেয়ে গেছে এই ধরনের খবর। সেইদিন নাকি আর সত্যিই বেশি দূরে নেই। ২০১৭ সালের শেষ হয়ে যাবে বিশ্ব। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে আগামী বছরের ডিসেম্বর মাসে ধ্বংস হয়ে যাবে পৃথিবী।

বিশেষজ্ঞদের মতে নিবিরু নামে একটি গ্রহ নাকি ধেয়ে আসবে পৃথিবীর দিকে। যা এক শ’ হাজার বছর পরে পরে ফিরে আসে। নেপচুন আর মঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটার ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে। তখনই ঘটবে এই অঘটন।

তবে এই ধরনের কথা এই প্রথম যে শোনা গেল তা নয়। এর আগেও অনেকেই অনেক তথ্য ও পরিসংখ্যান দিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার যুক্তি তুলে ধরেছেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। ২০০৩, ২০০৭, ২০১২ ও ২০১৫-প্রত্যেকটা বছরেই এমন আভাস দেওয়া হয়েছিল। তবে নাসা জানিয়ে দিয়েছে আমাদের মৃত্যু কোনো গ্রহের ধাক্কায় হবে না।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন