সৈকতে ভেসে উঠল ৪২ ফুট তিমি!

  05-12-2016 01:20PM

পিএনএস ডেস্ক: বিশ-ত্রিশ নয়। একেবারে ৪২ ফুট লম্বা, দৈত্যাকার একটি মৃত তিমি মাছ ভেসে এলো পুরীর সৈকতে। রোববার সেই দৃশ্য দেখার জন্য পুরীর বৈধারা পেন্থা সৈকতে কাছে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ।

স্থানীয়রাই প্রথমে ওই বৃহদাকার তিমিটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। তারপর, কর্মীরা এসে ডাঙায় তোলেন তিমিটিকে। ফরেস্ট রেঞ্জার অচ্চুথ্যানন্দ দাস জানান, ৪২ ফুট লম্বা ও ২৮ ফুট চওড়া এই বিরল প্রজাতির তিমি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তিমির মৃতদেহের ময়নাতদন্তের পর স্পষ্ট হবে, কী করে তার মৃত্যু ঘটেছে।

এ রকম সাদা তিমি খুব একটা দেখা যায় না। সম্ভবত, তিমিটি ১০-১৫ দিন আগেই মারা গিয়েছে। তারপর তার দেহ সমুদ্রের স্রোতে ভেসে পুরীর তীরে পৌঁছেছে বলে প্রাথমিক ধারণা বন দফতরের৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন