সঙ্গী ছাড়াই মা হাঙ্গর

  19-01-2017 11:08AM

পিএনএস ডেস্ক: দীর্ঘ দিনের সঙ্গীর থেকে তিন বছর আলাদা থাকার পর অস্ট্রেলিয়ায় একটি অ্যাকুলিয়ামে একটি মেয়ে হাঙ্গরের মা হওয়া নিয়ে বিস্মিত বিজ্ঞানীরা।

যেকোনো প্রজাতির মেরুদণ্ডী কোনো প্রাণীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা এবার দিয়ে তৃতীয়বারের মতো ঘটলো। এরআগে এমন ঘটনা ঘটেছে একটি ঈগল ও অজগরের ক্ষেত্রে।

২০০৬ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত লিওনি নামের এই জেব্রা প্রজাতির হাঙ্গরটি কুইন্সল্যান্ডের টাউনসভিলের রিফ এইচকিউ অ্যাকুরিয়ামে ছিল। পরে তার পুরুষ সঙ্গীকে সরিয়ে নেয়া হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন