ই-সিগারেট বিস্ফোরণে ৭টি দাঁত হারালেন যিনি!

  19-01-2017 03:59PM

পিএনএস ডেস্ক: সিগারেটের ক্ষতির হাত থেকে বাঁচতে অনেকেই এখন ঝুঁকছেন ই-সিগারেটের দিকে। লিকুইডযুক্ত এই সিগারেটে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে উল্লেখ করা হলেও মোটেও ঝুঁকিমুক্ত নয়। সম্প্রতি আমেরিকায় এই ই-সিগারেট ব্যবহার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনড্রেও হাল নামের এক ব্যক্তি এই সিগারেট ব্যবহারের সময় বিস্ফোরণে ৭টি দাঁত হারিয়েছেন। যুক্তরাষ্টের উত্তর পশ্চিম অঞ্চলের ইডাহো এলাকায় এ ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ৩ সন্তানের জনক ৩০ বছরের এনড্রেও হাল প্রায় ১ বছর আগে ওই ই-সিগারেটটি কিনেছিলেন। বিস্ফোরণে তার বাথরুমের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় হাল এখন অনেকটা সুস্থ। দেখুন সেই ঘটনার পরবর্তী কিছু অংশ-

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন