তেলাপোকা, ইঁদুরের সমস্যার সমাধানে পুদিনা গাছ

  11-02-2017 11:19PM



পিএনএস ডেস্ক : ঘরে ইঁদুর সব কেটেকুটে সাফ করে দিচ্ছে? দেখেও কিছু করতে পারছেন না? তার মধ্যে আবার যুক্ত হয়েছে তেলাপোকা? বিষ দিয়েও ইঁদুর মারতে পারছেন না?

কারও কারও ঘরে তো আবার দিব্য আস্তানা গেড়ে বসেছে টিকটিকি-মাকড়সা। মাকড়সার ভয়ে বাথরুমে যেতেও ভয় লাগে? দেওয়াল বেয়ে টিকটিকির এমনই এদিক-ওদিক ছুটোছুটি ভয়ে শিউরে যাচ্ছেন?

জীববৈচিত্র্য, প্রকৃতির ভারসাম্য, ইকোসিস্টেম এসব বাদ দিন। ঘরে তো আর পোকামাকড়ের সঙ্গে থাকা যায় না। ইদানিং আবার মশার উৎপাতও খুব বেড়েছে? সন্ধ্যাবেলায় বাদ দিন, রাতেও মশার জ্বালায় অতিষ্ঠ।

সমধান রয়েছে আপনার হাতের মুঠোতেই। পুদিনা গাছ চেনেন নিশ্চয়ই। এই পুদিনার গন্ধ আমাদের অস্বস্তির কারণ না-হলেও, ইঁদুর-মাকড়সাদের একদমই সহ্য হয় না। ঘরে পুদিনার পাতা থাকলে, এই কীটপতঙ্গ-পাল পালানোর পথ পাবে না।

কীভাবে কাজে লাগাবেন পুদিনা? খুবই সোজা। বাজার থেকে পুদিনা পাতা কিনে এনে ভালো করে বেটে পুদিনা-চা বানিয়ে ফেলুন। ঘরের চার কোণে, বাথরুমে, যেখানে ইঁদুর-মাকড়সা-আরশোলার উত্পাত বেশি, স্প্রে করুন। বিশেষত দরজা-জানলার চারপাশে।

টবে বসানো পুদিনার গাছও ঘরে বসাতে পারেন। দেখুন কেমন ম্যাজিক কাজ করে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন