প্রতিবছর মানুষের সমান খাবার খায় মাকড়সা!

  16-03-2017 12:36PM

পিএনএস ডেস্ক: সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে মাকড়সাগুলো কী পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই হিসেব তারা বের করেছেন।

বাজল্‌ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা বলেন, মাকড়সারা প্রতি বছর ৪০০ থেকে ৮০০ মিলিয়ন টন খাবার খায়। এর বেশিরভাগটাই পোকামাকড়। প্রতি বছর মানুষও প্রায় একই পরিমাণ মাংস খেয়ে থাকে।

ড. মার্টিন নিফলার চার দশক ধরে গবেষণা চালিয়ে এ তথ্য জোগাড় করেছেন।

বিজ্ঞানীরা বলেন, এ গবেষণার মধ্য দিয়ে প্রাণীজগতের ফুড চেইন বা খাদ্য-শৃঙ্খলে এবং পোকা-মাকড় নিধনে মাকড়সার গুরুত্ব সম্পর্কে মানুষ আরো সচেতন হবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন