ইসলামিক টেলিভিশনে পর্নগ্রাফি!

  23-03-2017 04:31PM

পিএনএস ডেস্ক: সেনেগালের জনপ্রিয় ইসলামিক টেলিভিশন চ্যানেল ‘তওবা’। এ চ্যানেলের একটি ধর্মীয় অনুষ্ঠানের স্থলে বিশ মিনিট পর্ন দেখানো হয়েছে। ওই ঘটনাকে ‘স্যাবোটাজ’ (অন্তর্ঘাত) বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।

তবে ওই টেলিভিশন চ্যানেলটি এর জন্য ত্রুটিপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাকে দায়ী করেছে। ইসলামিক টেলিভিশন চ্যানেল তওবা টিভিতে ঠিক যে সময়টায় দর্শকরা ধর্মীয় অনুষ্ঠান দেখে অভ্যস্ত, তেমনই সময় টেলিভিশনের স্ত্রিনে দেখা গেল `হার্ড-কোর পর্ন` দৃশ্য।

এ ঘটনার পর টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ বলছে, এ ষড়যন্ত্রমূলক কাজের জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে তারা পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযোগ জানিয়েছেন।

সাধারণত চ্যানেলটিতে ইসলামী উপদেশমূলক ও তাত্ত্বিক বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করা হয়। সেখানে এই ধরনের পর্ন প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকরা।-বিবিসি

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন