পেঁয়াজের চেয়ে পেঁয়াজের খোসা বেশি দামি!

  16-04-2017 03:08PM

পিএনএস ডেস্ক: পেঁয়াজ কাটার সময় খোসা কী করেন? ভাবছেন, পেঁয়াজের খোসা আর কী করা যায়, ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া? তবে আপনি যদি সুইজারল্যান্ডবাসী হতেন, তাহলে এমন কথা ভুলেও ভাবতে পারতেন না। হঠাৎ পেঁয়াজের খোসা প্রয়োজনীয় হয়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা রেখেছে খ্রিস্টধর্মাবলম্বীদের বড় উৎসব ইস্টার সানডে।

ইস্টারের সময় ডিম রঙিন করতে রাসায়নিকের বদলে পেঁয়াজের খোসা ব্যবহারের চল আছে কোথাও কোথাও। পেঁয়াজের খোসা মুড়িয়ে সিদ্ধ করা লালচে ডিম ভারি জনপ্রিয় হয়ে উঠেছে সুইজারল্যান্ডবাসী খ্রিস্টধর্মাবলম্বীদের মধ্যেও। আর এতেই এখানে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের খোসার দাম। দামটা এতই বেশি যে পেঁয়াজের দামকেও অনেক পেছনে ফেলে দিচ্ছে।

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, সেই দামটা কেমন? সুইজারল্যান্ডে পেঁয়াজের বড় খোসার প্যাকেটের দাম প্রতি কেজিতে পড়ছে ৩৩ ফ্রাংক বা ৩৩.৫ ডলার, যেখানে এক পাউন্ড পেঁয়াজের দাম রাখা হচ্ছে মাত্র ২.৮০ ফ্রাংক।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন