তিস্তায় ধরা পড়ল ‘বাহুবলী’ মাছ!

  16-05-2017 01:21PM

পিএনএস ডেস্ক:গজলডোবায় তিস্তা নদী থেকে ধরা পড়ল দৈত্যাকার আড়াইর মাছ। সেটির ওজন ৫০ কেজি। এই বিশাল আইড় মাছ ধরতে গিয়ে চার জেলে জখম হয়েছেন। স্থানীয়রা এই মাছের নাম দিয়েছেন ‘বাহুবলী’। আপাতত সেটিকে বরফে রাখা হয়েছে।

জানা গেছে, জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসা হয় মাছটিকে। তার ওজন পঞ্চাশ কেজি। খবর পেয়ে বহু মানুষ জড়ো হন বাজারে। মাছের সঙ্গে সেলফি বা ছবি তুলতে ভিড় জমে যায়। এমন বিরাট আকারের মাছ দেখে দাম জানতে শুরু করে দেন ভোজনরসিকরা।

মৎস্যজীবীরা জানিয়েছেন, রবিবারে বাজারেই খুচরা বিক্রি করা হবে মাছটি। আপাতত, ওই বাহুবলীকে রাখা হয়েছে বরফের মধ্যে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন