ছয় বছর বয়সী খুদে ডিজে!

  24-05-2017 12:23PM

পিএনএস ডেস্ক: গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম লিখেয়েছে জাপানের ছয় বছর বয়সী এক সঙ্গীত প্রতিভাধর ডিজে (ডিস্ক জকি)। যার নাম ইতসুকি মারিতা। জাপানের ওসাকা শহরের ‘এল এন্ড এল রেস্তোরাঁ ও বার’-এ ইতসুকি এক ঘণ্টার বেশি সময় ধরে বাজিয়ে মাত্র ছয় বছর বয়সে এ রেকর্ড করেন।

‘রেকর্ডধারী ডিজে হতে পেরে আমি সত্যিই আনন্দিত বলে জানিয়েছেন ইতসুকি ।

ইতসুকির মা বলেন, ‘বিশ্ব রেকর্ডের মালিক হওয়ার চিন্তা সে কখনো ছাড়েনি।’

ইতসুকি জাপানের ‘পাইওনিয়ার এক্সডিজে এইআরও’ নামে একটি সিরিজ বাজিয়েছে।

শুধু ডিস্ক জকিই নয়, এই খুদে ডিজে তার মায়ের বন্ধুর কাছে ড্রাম বাজানোও শিখেছে। বাজানোর সময় সে ডিস্কো মিক্সার ও রক সংগীত বেশ উপভোগ করে।

সুইডিশ বংশোদ্ভুত ডিজে অ্যাভিচি তার প্রিয়। আর বাকি বিশ্বখ্যাত ডিজেরাও তাকে অনুপ্রাণিত করে।

ইতসুকি আরো বলে, আমি দেখি জনগণ ডিজে করছে। এটাকে তারা মজার বিষয়ও ভাবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন