মৃতফুল ১০ বছরে একবার ফোটে

  03-06-2017 05:33PM

পিএনএস ডেস্ক:পৃথিবীর সবচেয়ে বড় ফুল ‘টিটান আরুম’। এর আরো একটি নাম ‘করপস ফ্লাওয়ার` বা `মৃতফুল’। এই ফুলটি প্রাকৃতিকভাবে পৃথিবীর মাত্র একটি যায়গায় ফোটে। তা হলো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। কিন্তু এই প্রথম কৃত্রিমভাবে দুটি ফুল একসঙ্গে ফোটাতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বোটানিক্যাল গার্ডেন।

শিকাগো বোটানিক্যাল গার্ডেনার প্রধান বৈজ্ঞানিক গ্রেগ মুলার বলেন, সাধারণত দুটি ফুল একসঙ্গে ফোটে না। কারণ, এ ফুল ১০ বছরের একবার মাত্র ফোটে; যা শুধুমাত্র সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। আমরা গত ২০ বছর ধরে চেষ্টা করার পর আমাদের বোটানিক্যাল গার্ডেনে এই ফুল ফোটাতে সক্ষম হয়েছি। আমরা ফুলটি প্রদর্শনীর জন্য রেখে দিয়েছি। আগামী ৮ জুন পর্যন্ত এই ফুলের প্রদর্শনী চলবে।

তিনি আরও বলেন, এই ফুলের কিছু বিশেষত্বের কারণে পৃথিবীর বিরল এবং সবচেয়ে বড় ফুল। এর বিশেষত্ব হচ্ছে, ১০ বছর পর পর একবার ফোটে। শুধুমাত্র পৃথিবীর একটি জায়গায় এই ফুলটি পাওয়া যায়। মাত্র একদিন ফুলটি প্রস্ফূটিত থাকে। এ ফুলটি সাত ফুট পর্যন্ত লম্বা হয় এবং ফুলটি সরাসরি বিজ থেকে হয়।

এসব বৈশিষ্ট্যের কারণে এই ফুলটিকে `মৃতফুল` (করপস ফ্লাওয়ার) বলা হয় বলে জানান গ্রেগ মুলার।

তিনি আরো জানান, প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থী আসছেন ফুলটি দেখার জন্য।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন