মনিবের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত

  13-06-2017 03:02PM


পিএনএস ডেস্ক: পোষা বিড়াল-কুকুরটিও যে মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারে-এটি নতুন কিছু নয়। মনিবের আনন্দ বুঝতে পারলেও কখনো কখনো হয়তো তা প্রকাশ করতে পারে না।

আবার অনেক সময় প্রাণিদের আচরণে বিষয়টি ধরাও পড়ে। তখন হিসেবে তৃতীয় কোনো ব্যক্তির মনে বিষয়টি সঞ্চারিত হয়।

জাপানের একটি বিড়াল আবেগ প্রকাশের মধ্য দিয়ে অনন্য এক নজির সৃষ্টি করেছে। সাত আট বছরের মেয়েটি চেয়ারের সঙ্গে ধাক্কা লেগে পায়ে ব্যথা পেয়ে কাঁদতে শুরু করে। ছোট্ট মনিবের কষ্ট দেখে নিজেকে সামলাতে পারেনি 'হিমা' নামের বিড়ালটি। মেয়েটির কান্না দেখে হিমা এসে তাকে জড়িয়ে ধরে। গলা জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে আদর করে কান্না থামানোর চেষ্টা করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমগুরে প্রকাশের পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। বিড়ালটির এমন আবেগময় আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হিমার এমন মানবিক আচরণ অনেকের মনেই নাড়া দিয়েছে। সূত্র : এনডিটিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন