প্রায় ২০ বছর পর মুক্তি পেল গলদা চিংড়ি

  18-06-2017 04:29PM

পিএনএস ডেস্ক:২০ বছর পর মুক্তি পেল ১৩২ বছর বয়সী লুই নামে একটি দৈত্যাকৃতির গলদা চিংড়ি। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের লং আইল্যান্ড ক্ল্যাম বারে একটি ট্যাঙ্কে প্রায় ২ দশক বন্দী থাকার পর স্থানীয় সময় শুক্রবার এটিকে মুক্তি দেয়া হয়।

ক্ল্যাম বারের মালিক বাটচ ইয়ামালি বলেন, ‘জাতীয় লবস্টার সপ্তাহ উপলক্ষ্যে গলদা চিংড়িটিকে আটলান্টিক বিচ রীফে তার নতুন আবাসস্থলে দিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘লুই এখানে প্রায় ২০ বছর ধরে আছে। এটি অন্য সব চিংড়ির চেয়ে অনেক পুরনো। এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এর চলে যাওয়া যুগপথ আনন্দ ও দুঃখের।’

ইয়ামালি আরও বলেন, গত সপ্তাহেই বাবা দিবস উপলক্ষ্যে ডিনারের জন্য এক হাজার মার্কিন ডলারের বিনিময়ে লুইকে কিনতে চেয়েছিল একজন। তিনি বিভিন্নভাবে আমাকে বোঝাতে চাইছিলেন যে এটি একটি মজাদার ভোজ হবে। কিন্তু এটি আমার পোষা প্রাণীর মত। আমি কিছুতেই এটি বিক্রি করতে পারি না।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন