বৈদ্যুতিক খুঁটিতে চিতাবাঘের করুণ মৃত্যু

  05-07-2017 12:12AM

পিএনএস ডেস্ক: ১২ ফুটের বৈদ্যুতিক খুঁটিতে কী এমন ছিল যেখানে উঠতে হয়েছিল চিতাবাঘটিকে। শেষ পরিণতি, মৃত্যুকে কোলে টেনে নেয়া।

মর্মান্তিক ঘটনাটি ঘটে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য তেলেঙ্গানার নিজামাবাদ জেলার প্রত্যন্ত এক গ্রামে।

মাল্লারাম গ্রামের এক প্রত্যক্ষদর্শী চিতাবাঘটির করুণ মৃত্যুর দৃশ্য নিজ মোবাইল ফোনে ধারণ করেন।

বন কর্মকর্তারা জানিয়েছেন, চার বছয় বয়সী চিতাবাঘটি সম্ভবত খাদ্যের খোঁজে পাশের জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে। হয়ত কোনো খাদ্যের আশায় সে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে এবং বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কামড় দেয়ায় তড়িতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে চিতাবাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

নিজামাবাদ জেলার বন কর্মকর্তা ভিএসএলভি প্রাসাদ জানান, খাদ্যের সন্ধানে চিতাবাঘটি লোকালয়ে চলে আসে। ছাগল কিংবা বাছুর শিকার করতে এসে মর্মান্তিক মৃত্যুর ফাঁদে পড়ে বাঘটি। সূত্র : এনডিটিভি


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন